গত ১৯ নভেম্বর ২০২৩, রবিবার বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স এর এক সভা সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো: আবু বকর সিদ্দিক, মো: শাহ আলম ও ইয়াসির আরাফাত পাবলু। সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্রাঞ্চ আবু মোহাম্মদ মহিব্বুল্লাহকে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ফুটবল দলের ম্যানেজার নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ আবু মোহাম্মদ মহিব্বুল্লাহর নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ফুটবল দল ভাল করবে বলে আশা প্রকাশ করেন।