যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প, চট্টগ্রামের লোগো উন্মোচন, সমন্বয় সভা ও পিঠা উৎসব গতকাল শনিবার নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু। এতে অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার। উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য কাজী তৌফিকুল আযম, প্রাক্তন যুব প্রধানবৃন্দ, সিনিয়র যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ৭টি মূলনীতি ধারণ করে মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সদস্যদের এগিয়ে যেতে হবে। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্ট মানুষের কল্যাণে সব কাজ করে আমাদের জন্য এ প্লাটফরমটি তৈরি করে দিয়ে গেছেন। এ প্লাটফরমের স্বেচ্ছাসেবকদের দক্ষ ও নেতৃত্ব তৈরির লক্ষ্যে আগামী ২৮ ফেব্রæয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সরকারি শারীরিক কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। খবর বিজ্ঞপ্তির