আন্তর্জাতিক রেড ক্রস-রেড ক্রিসেন্ট কমিটির সহযোগিতায় নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনায় আহত সকল শ্রেণি-পেশার জনগণকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছ দিতে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত চট্টগ্রামে অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়িতে করে রেড ক্রিসেন্টের ১৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দুটি টিমের মাধ্যমে এ জরুরি চিকিৎসাসেবা প্রদান করবে। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদের মো. মোশারফ হক চৌধুরী পাবেল, মো. ইমতিয়াজ, ইউনিট লেভেল অফিসার মো. আব্দুর রহিম আকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হরতাল-অবরোধসহ নির্বাচনকালীন কেউ আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে জরুরি হাসপাতালে পৌঁছে দিবেন আমাদের স্বেচ্ছাসেবকরা। রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের উদ্যোগে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদানকারী দলে কাজ করবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এই নম্বরে (০১৮২৩-২৫৭৮৩৫) যোগাযোগ করলে মিলবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা। মানবতার ব্রতে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের পাশে থাকবে। বিজ্ঞপ্তি