রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহর ১নং রোডের কে বøকে বসবাসরত মুর্শিদা বেগম ও ফাহিমা আক্তারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন প্রদানকালে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য আমরা সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু করেছি। সেলাই মেশিন একটি পরিবারের আর্থিক যোগান নিশ্চিত করবে বলে মনে করি। এ সময় উপস্থিত ছিলেন, মুরাদ আহম্মেদ শাওন, আদিব হায়দার ইসনান, জিয়াউল হক আল মালেকী প্রমুখ।