২০২৪ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, মহানগর মহিলা লীগকে নির্বাচনমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ মাহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সম্পাদকমন্ডলী ও সদস্যদের সমন্বয়ে সাংগঠনিক ৮টি বিভাগে ৮টি টিম গঠন করা হয়। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের নির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ অক্টোবর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগমের যৌথ স্বাক্ষরে এই সাংগঠনিক টিম গঠন করা হয়। বিজ্ঞপ্তি