চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, বিএনপি রাষ্ট্র মেরামতের স্লোগানের ধোঁয়া তুলে তাদের বিদেশি প্রভুদের ডেকে এনে বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, ইরাক, মিশর বানাতে চাচ্ছে। শেখ হাসিনা নেতৃত্বে থাকলে এদেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কোনো দিন বাস্তবায়ন হবে না। দেশে তাদের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
গতকাল মঙ্গলবার নগরের চকবাজারে শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তিনি শোষিত, নিপীড়িত মানুষের নেতা, আজকের এই ঘটনা ছিল বাংলাদেশ জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ এবং বিজয়গাঁথা। অন্ধকার হতে আলোর যাত্রা। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বাংলাদেশে শুধুুমাত্র অর্থনৈতিক নয় আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে ব্যাপক উন্নতি সাধন করেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমকী সেন গুপ্তের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল হক রমজু, অ্যাড. নোমান চৌধুরী, নাজিম উদ্দিন, আবুল খায়ের বাচ্চু, অ্যাড. শাকিল আজম, হাজী সেলিম রহমান, মুজিব ইমরান বিপ্লব, সুজন মল্লিক, শফিউল আলম, শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, তরুণ দাশগুপ্ত বানু, অপু ধর রাজ, মো, নূর, অমিত দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি