তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দশটি দেশের রাষ্ট্রদূতদের পক্ষ থেকে ওসমান কাভালার মুক্তির দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এসব রাষ্ট্রদূতদের তুরস্কে জায়গা দেওয়া উচিত না। মুক্তি দাবি করা কূটনীতিকদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিদাতা রাষ্ট্রদূতদের তলব করেছে। কাভালার মামলায় ন্যায়বিচার ও দ্রæত রায় ঘোষণার আহŸান জানানো বিবৃতিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করা হয়েছে। দোষী সাব্যস্ত না হলেও ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন মানবপ্রেমী কাবালা। ২০১৩ সালে তুরস্কজুড়ে বিক্ষোভের মামলায় গত বছর বেকসুর খালাস পেয়েছিলেন কাভালা। কিন্তু এই বছর আগের রায়টি খারিজ করে দেওয়া হয়েছে এবং ২০১৬ সালের অভ্যুত্থান চেষ্টার মামলায় এটিকে অঙ্গীভূত করা হয়েছে। তিনি কোনও অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন। এক বিবৃতিতে রাষ্ট্রদূতেরা কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন। রাষ্ট্রদূতদের এমন পদক্ষেপের পর ক্ষুব্ধ এরদোয়ান বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি: আমাদের দেশে তাদের জায়গা দেওয়ার মতো বিলাসিতার সুযোগ আমাদের নেই। তুরস্ককে শেখানোর দায়িত্ব কী আপনাদের? নিজেদের কী ভাবেন আপনারা? তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন না বলে যে অভিযোগ তা নাকচ করেছেন তিনি। বলেন, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীনতার একটি চমৎকার উদাহরণ।