রাশিয়ার ভেটো ক্ষমতা বাতিলের দাবি জেলেনস্কির

7

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা বাতিলের দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২০ সেপ্টেম্বর) ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই দাবি তুলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। নিজের দাবিকে প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হাতে থাকা ভেটো ক্ষমতা বাতিলের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদকে ক্ষমতা দেওয়া উচিত। আগ্রাসনকারীর ভেটো ক্ষমতা থাকায় সব উদ্যোগে ভেস্তে যাচ্ছে। এর ফলে যুদ্ধ থামানো অসম্ভব হয়ে পড়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য বাড়িয়ে রদবদলের প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, রাশিয়ার থাকলেও বিশ্বের কোটি মানুষের স্থায়ী প্রতিনিধিত্ব নাই, এটিকে অন্যায্য মনে করে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে নিরাপত্তা পরিষদের পূর্ণ জবাবদিহি থাকতে হবে। পরিষদে আফ্রিকান ঐক্যের স্থায়ী স্থান পাওয়া উচিত। এশিয়াও বৃহত্তর স্থায়ী প্রতিনিধিত্বের দাবিদার। জার্মানিসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর স্থান পাওয়া উচিত।