রাশিয়ার ফাইটার জেট পেলো মিয়ানমার

7

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কাছ থেকে এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছেছে বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রবিবার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্টকে চলছে ইস্টার্ন ইকোনমিক ফোরাম। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘দুটি বিমান ইতোমধ্যে মিয়ানমারে পৌঁছেছে।’
আরআইএ বলছে, রাশিয়া ও মিয়ানমার ২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি এসইউ-৩০এসমিই যুদ্ধবিমান সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্ট বলছে, সুখোই এসইউ-৩০এসমিই মাল্টি-রোল ফাইটার জেট। শত্রুর বিমান লক্ষ্যবস্তু করার পাশাপাশি পর্যবেক্ষণ ও বৈমানিক প্রশিক্ষণের জন্য এটিকে তৈরি করা হয়েছে। থান বলেন, ‘দুই দেশের মধ্যে পর্যটন উন্নয়নসহ পূর্ব অর্থনৈতিক ফোরামে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ মন্তব্যের বিষয়ে কিছু জানায়নি।