পিএসজি ছেড়ে শৈশবের ক্লাব সেভিয়াতে ফিরেছেন এ মৌসুমেই। কিন্তু সময়টা মোটেই ভালো যাচ্ছে না সের্হিও রামোসের। এবার আত্মঘাতী গোলে বার্সেলোনাকে জয় উপহার দিলেন স্প্যানিশ সেন্টার-ব্যাক। গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। মায়োর্কার সঙ্গে আগের ম্যাচে ড্র করায় শীর্ষস্থান হারিয়েছিল দলটি। এবারের জয়ে ফের শীর্ষ উঠলো তারা। আট ম্যাচে ২০ পয়েন্ট বার্সার।
সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। ১৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। আজ রাতে দুই ও তিনে থাকা দল দুটি মুখোমুখি হবে।