রামগড়ে টাউন হলের সভা

9

রামগড় প্রতিনিধি

রামগড়ে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে টাউন হল মিটিং সভা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভায় উপকূল সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, ইতিপূর্বে পৃথিবীতে করোনার থাবায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হলে নিজের মা-বাবা, ভাই-বোন থেকে আলাদা থেকেছে। সারা বিশ্বের মানুষ কঠিন দূর্বিষহ সময় পার করেছে। এখন আবারো আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এখনো অবদি করোনার টিকা যারা গ্রহণ করেনি। তাদেরকে বুঝিয়ে টিকা গ্রহণ ও সচেতনতার মাধ্যমে টিকা গ্রহনের জন্য জোর দেন। উপকুল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মোহাম্মদ জোবায়ের ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. আব্দুল জলিল নাহিদ ও মেডিকেল অফিসার ডা. মো. নাসির উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মংশোইলা মারমা প্রমুখ।