রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের সভা

37

নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে ৯ ডিসেম্বর রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ কার্যনির্বাহী পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোছাইন এর সঞ্চালনায় ও নির্বাহী সদস্য মো. বাচ্চু মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডা. আতিকুর রহমান। অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল ও সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মানিক। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল বক্তব্যে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের জন্য সকলকে এগিয়ে আসার আহŸান জানিয়ে বলেন, সদ্য প্রাক্তন ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ের সার্বিক কল্যাণে প্রাক্তন ছাত্রদের ভূমিকা রাখা নৈতিক দায়িত্ব। সভাপতি বলেন, ১৬ ডিসেম্বর প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে বিজয় দিবস উদ্যাপিত হবে। সেই সাথে পরিষদের ওয়েবসাইট, সুবর্ণজয়ন্তী রেজিষ্ট্রেশন ফরম ও ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হবে। সভায় উপস্থিত ছিলেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো.মনজুর আলম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান আলমগীর, কার্যনির্বাহী সদস্য বাচ্চু মিয়া, মনির উদ্দীন, আরিফুল ইসলাম, আবিদুল হাসান, আজাদুল ইসলাম, সালমান, জুয়েল, শহীদ, তার্মিন, মিজবাহুল ইসলাম, জিয়াউল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি