রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মরহুম বজল আহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্র ও শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে পাহাড়তলি একাদশ ২-১ গোলে কাপ্তাই ফুটবল দলকে হারায়। অন্যদিকে শুক্রবার প্রথম সেমিফাইনালে মরিয়মনগর ফুলগাজী পাড়া ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে খাঁন পাড়া পাহাড়তলী একাদশকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। ফাইনালে মুখোমুখি হবে ফুলগাজী পাড়া ও পাহাড়তলী একাদশ। শনিবার খেলা শেষে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র লোকমানুল হক তালুকদার। শুক্রবার আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী। উদ্বোধক ছিলেন মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফর ছালেক সিকদার, রঞ্জন বড়ুয়া, হারুন আল রশিদ, মো. হাফেজ সওদাগর, আবু ছালেহ, ডা. মোহাম্মদ হোসেন, মো. ইউনুচ, গিয়াস উদ্দিন, আবদুল মালেক, আবু ছিদ্দিক, ওমর ফারুক, নুরুল আজিম বাবুল, দাউদুল ইসলাম, সরোজ বড়ুয়া, প্রভাত কুসুম বড়ুয়া, আব্দুস সালাম, খাইরুল আলম প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক মুক্তিসাধন বড়ুয়া, ওয়াহিদুল আলম ও সিফাত হোসেন।