রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন সারদা সংঘের উদ্যোগে চার রত্নাগর্ভা মাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার শান্তিনিকেতন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে তাদের এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত মায়েরা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার স্বীকৃতি স্বরূপ তাদের এই সম্মাননা দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। সংবর্ধিত মায়েরা হলেন- বানী দে, পুষ্প দে, নমিতা দাশ ও অঞ্জু দাশ। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্রা পালিত। সাধারণ সম্পাদক প্রীতি কণা দে’র সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের শিক্ষক সুবর্ণা দাশ, শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তড়িৎ কান্তি সেন, গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী সকাল চন্দ্র দাশ, কেপিএম লিঃ প্রকৌশলী স্বপন সরকার, সত্য পদ দে প্রমুখ।-