হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি সদর বনরূপা দায়রা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বার্ষিক মিলাদুন্নবী (স.) ও তরিকত মাহফিল। সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল মাইজভান্ডারী (ম.) ছাহেবের নির্দেশ ও অনুমোদনক্রমে সোমবার (২২ মে) রাঙ্গমাটি বনরূপা এলাকায় দিনব্যাপী আয়োজিত এসব প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। অনুষ্ঠানে অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান ও বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন মো. বাবর। মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা করে আল-নূর কমিউনিটি চক্ষু হাসপাতাল চট্টগ্রাম এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। বিজ্ঞপ্তি