রাকিব-সাদকে ছাড়াই খেলবে বাংলাদেশ

2

হঠাৎ করে যেন বাংলাদেশ দলে দুঃসংবাদ। দুই হলুদ কার্ডের কারণে দলের নির্ভরযোগ্য ফুটবলার সাদ উদ্দিন ও রাকিব হোসেন লেবানন ম্যাচে খেলতে পারছেন না। ২১ নভেম্বর কিংস অ্যারেনার মাঠে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই দুজনের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি, তারপরও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চায়। দুজনের জায়গায় ডিফেন্ডার আলমগীর মোল্লা ও ফরোয়ার্ড দীপক রায় দলের সঙ্গে নতুন করে অনুশীলন করছেন। মূলত ২৩ জনের স্কোয়াড পূর্ণ করতেই তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফিরে দুই দিন হলো অনুশীলন করেছে বাংলাদেশ। লেবাননও তাই।