রাওয়ালকোটে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

6

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাওয়ালাকোট জেলার হাজিরা অঞ্চলে শত শত মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। তারা অন্যায্য ট্যাক্স বৃদ্ধির জন্য হতাশা প্রকাশ করেছে, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট সত্তে¡ও বিদ্যুতের বিলের উচ্চহারে বৃদ্ধি এবং এই অঞ্চলে প্রয়োজনীয় পরিষেবাগুলি রাষ্ট্র দ্বারা নির্মিত সংকটের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, এতে এ অঞ্চলকে স্থবির করে দিয়েছে। স্বাধীনতার পক্ষের দল এবং জাতীয়তাবাদী দলগুলোও পাকিস্তানের কবল থেকে মুক্তির আহ্বান জানিয়েছে। একই ধরনের বিক্ষোভ চলছে বেআইনিভাবে দখলকৃত পিওকে এবং গিলগিট বাল্টিস্তানের প্রায় পুরো অঞ্চলকে ঘিরে। স্থানীয়রা বলছেন, যখন তাদের অযৌক্তিক কর প্রদান করা হচ্ছে, তখন নেতা ও আমলারা বিলাসিতা করছেন। রাওয়ালকোটের মানুষজন সাড়ে সাত দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলকে শোষণ করার জন্য পাকিস্তানকে দোষারোপ করে এবং এই অঞ্চলের জনগণের সাথে ন্যায্যভাবে রাজস্ব ভাগ করেনি যাদের এই অঞ্চলের সম্পদের উপর বিশেষ অধিকার রয়েছে। রিয়েলটর ফেডারেশনের চেয়ারম্যান শেখ আবদুল রশিদ বলেন, ‘তাদের এই অঞ্চলের মানুষের কাছ থেকে কোনো কর নেওয়া উচিত নয়। আমরা ন্যায্য কর দিতে প্রস্তুত কিন্তু অতিরিক্ত দেওয়া সম্ভব নয়। মঙ্গলা বাঁধ নির্মাণের সময় তৎকালীন রাষ্ট্রপতি আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পাকিস্তান ইতিমধ্যেই বাঁধ থেকে ব্যাপক সুবিধা পাচ্ছে। অথচ আমাদের উচ্চ বিল দিতে হচ্ছে’। এখন তারা কর বৃদ্ধির অবিলম্বে প্রত্যাহার, মূল্য নির্ধারণের পদ্ধতিতে স্বচ্ছতা, দ্রুত অর্থনৈতিক ত্রাণ ব্যবস্থা এবং স্বাস্থ্য ও অবকাঠামো সম্পর্কিত সমস্যাগুলির প্রতিকারের দাবি করে।