রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণে ফজলে করিমের অনুদান

10

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের সুনাম বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। এতে সাংবাদিকদের ভূমিকা আরো বেশি রাখা প্রয়োজন। এসময় তিনি রাউজানের মূল ধারার সাংবাদিকদের প্রকৃত সংগঠন রাউজান প্রেস ক্লাবকে স্থায়ী কার্যালয় নির্মাণ ও নির্মাণকাজে আর্থিক সহায়তা প্রদান করেন। বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে দেয়া ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, সাবেক ছাত্রনেতা ম্যালকম চক্রবর্তি।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সরোয়ার উদ্দিনের সভাপতিত্বের সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সহ সভাপতি এ.এম মামুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, মিলন বড়ুয়া, নুর মোহাম্মদ প্রমুখ।