রাউজান পৌরসভায় নির্মিত হবে ৮টি আধুনিক গণশৌচাগার

9

রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৈরি করা হয়েছে আধুনিক গণশৌচাগার। আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত এসব গণশৌচাগারে বদলে যাবে রাউজান পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানগুলো। এতে গতকাল মঙ্গলবার বিকেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও জনগণ সেবা থেকে বঞ্চিত ছিলেন। এতে আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌর এলাকাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে এসব গণশৌচাগার নির্মাণ করছি। এসব গনশৌচাগার ফাইভ স্টার হোটেলের ওয়াশরুম থাকবে। নান্দনিক নকশার এমন টয়লেট অনেকের বাসাবাড়িতেও নেই।’
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তাহীনতার কারণে আগে নারীরা গণশৌচাগার ব্যবহার করতেন না। শিশু বা প্রতিবন্ধীদের জন্য পৃথক কোনো ব্যবস্থা ছিল না। এই বিষয়গুলো মাথায় রেখে এসব শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।