রাউজানে সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ

7

রাউজান প্রতিনিধি

রাউজান মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের। প্রধান শিক্ষিকা লিপিকা পালের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী মোবারক আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, যুবলীগ নেতা জামাল উদ্দীন, সমাজসেবক দিদারুল ইসলাম দুলাল, শিক্ষিকা সাহিদা ইয়াছমিন, ফাহমিদা খানম কলি। সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেয়ার মাধ্যমে গড়ে তোলার দায়িত্ব সবার। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন সভাপতি সারজু মো. নাছের।