রাউজান প্রতিনিধি
রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, যারা জনগণের স্বার্থে কাজ করে, তাদেরকে আপনাদের মনে রাখতে হবে। কারণ যখন ভোট আসে, তখন অনেক অতিথি পাখির আগমন ঘটে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কীটনাশকযুক্ত মশারি, কম্বল ও সার বীজ বিতরণকালে এসব কথা বলেন। রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন- রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম বাহাদুর, শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, সুমন প্রমুখ।