রাউজান প্রতিনিধি
রাউজান দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসার আয়োজনে গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা ও মিলাদ মাহফিল গত শনিবার সকাল থেকে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসার সুপার মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ। মাদরাসার সহ সুপার মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার সহ সভাপতি ব্যাংকার সাইফুদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম, বøাড ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, মানবাধিকার কমিশন রাউজান উপজেলা শাখার সদস্য জাহেদুল আলম। চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ, ডা. মোহাম্মদ সায়েম, ডা. স্বরণ কর, ডা. আমির হামজা। এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে রাউজান ব্লাড ব্যাংক। পবিত্র খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.) জামে মসজিদের খতিব ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জানে আলম আলকাদেরী।
আরো উপস্থিত ছিলেন- আবু রাসেল রনি, মিল্লাত, নেওয়াজ, হিমু হাবিব, সিফাত, পাবেল, আয়মান, শিহাব, ইয়াছিন, মুন্না খান, আবুল হাসনাত, রায়হান, আবদুল্লাহ আল মামুন, জুনাইদ, হামিম, রিদুয়ান, ইউসুপ, সাজিদ শিহাব, শাওন প্রমুখ। এতে প্রায় ৩০০জন জন রোগীকে সেবা প্রদান করা হয়।