রাউজানে কৃত্রিম হাত নির্মাতা প্রযুক্তিবিদ জয় বড়ুয়াকে সংবর্ধনা

22

রাউজান প্রতিনিধি

রোবলাইফ টেকনোলজিস বাংলাদেশের ফাউন্ডার, কৃত্রিম হাত নির্মাতা, জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড অর্জনকারী তরুণ প্রযুক্তিবিদ জয় বড়ুয়া লাভলুকে সংবর্ধিত করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এ উপলক্ষে গত বুধবার রাত ৮টার সময় এক সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সামাদ শিকদার। সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা তপন দে, মো.এরশাদ, জাকির হোসেন।
সংগঠনের অর্থ সম্পাদক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, নোমান বিন আজিজী, আরফান গনি ফাহিম, মো.রবিন, আহমেদ সাব্বির, মুহিউদ্দিন মহিন।