রাউজান প্রতিনিধি
বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গতকাল রবিবার দুপুরে উপজেলার মুন্সিরঘাটার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইরফান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খান, আবদুল লতিফ, নাসির উদ্দিন, তপন দে, আবু সালেসহ উপজেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।