রাউজান প্রতিনিধি
রাউজানে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ ১৪ দিন পর মৃত্যুবরণ করেছেন। নিহত গৃহবধূ সানজিদা আকতার হ্যাপী (২২) উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের হানিফ শেঠের বাড়ির মো. রাসেলের স্ত্রী। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। জানা যায়, ৩ বছর আগে বায়েজিদ থানার বকসু মাঝি বাড়ির বকসু নগরের মরহুম নেজাম উদ্দিনের মেয়ে হ্যাপীর সাথে রাসেলের বিয়ে হয়। তাদের ঘরে ২ বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। শ্বশুর বাড়ির লোকজন রান্নাঘরের আগুন লেগে দগ্ধ হয়েছে বলে দাবি করছে। বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।’