রাউজান প্রতিনিধি
রাউজানের বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী, শিক্ষক সম্মেলন ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অগ্রাসার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুভাশিষ কৃষ্ণ চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার বড়ুয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্ত্তী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সমাজসেবক সিরাজুল হক, শাহাদাত হোসেন। সংবর্ধিত শিক্ষকরা হচ্ছেন পিউ মুৎসুদ্দী, সনজিত নন্দী, শুল্কা আচার্য্য, রিকু বড়ুয়া, ঝুলন দেওয়ানজী, শুভাশীষ চৌধুরী, সেকান্দর মিয়া, সুস্মিতা মজুমদার, প্রণয়জিত বড়ুয়া, সুজন দাশগুপ্ত, রশ্মি বিশ্বাস, মুন্নী রানী শীল, শিবু প্রসাদ দে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম শাহাজান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোরশেদ আলম, প্রণব বৈদ্য, হালিমা বেগম, মিতু দাশ, সজীব মুৎসুদ্দী, শারমিন আকতার, প্রিয়াংকা বড়ুয়া।