সন্দ্বীপ উপজেলার পেশাজীবীদের সংগঠন ‘আমরা সন্দ্বীপবাসি’র উদ্যোগে যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়। ঘেরাও কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ না হলে বৃহত্তর কর্মসূচি প্রদান করবেন বলে হুশিয়ারি দেন। মানববন্ধনের পর জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালকে এক স্মারকলিপি প্রদান করা হয়। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক সালেহ্ নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক মো. খাদেমুল ইসলাম। আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক মাহবুবুল মাওলা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আজমত আলী বাহাদুর, গাজী মো. আনিসুর রহমান, ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ নাগরিক সমাজ’র প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, লায়ন ক্লাব অব চিটাগং ইমার্জিং সন্দ্বীপের সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন, আবদুল কাদের মানিক, এডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, এডভোকেট এস.এম. সাইফুর রহমান নওশাদ, সাংবাদিক ওমর ফয়সাল, খোদা বক্স সাইফুল, ফসিউল আলম, মাওলানা কারী দিদারুল মাওলা প্রমুখ। সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা প্রদত্ত ডি.ও লেটার পড়ে শুনান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন জিহাদ। বিজ্ঞপ্তি