রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা শায়েখ
আবদুল হক ছলিম রবিবার ভোর ৬টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে বয়স ছিল ৯৮ বছর। তিনি রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন। বাদে আছর চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযা শেষে মাদ্রাসার মসজিদের পিছনে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ২ ছেলে ও ১টি কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ শোক প্রকাশ করেন। জানাযায় অংশ নেন পটিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা ওবায়দুল্লা হামজা, বসুন্ধরা রিসার্চ সেন্টার এর সহপরিচালক মুফতি এনাম, সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাছ মাদানি, দারুল মারিফের সহকারী পরিচালক ফোরকান উল্লাহ খলিল, ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা নিজাম উদ্দিন, সহকারী পরিচালক মুফতী নুরুল কবির কাসেমী, কোদালা মাদ্রাসার পরিচালক মৌলানা আবদুল কাদের রাইখালী সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা নুরুল আজিমসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।-রাঙ্গুনিয়া প্রতিনিধি