মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ১২ পর্যটক আহত

5

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১২ পর্যটক আহত হয়েছেন। গতকাল সোমবার দিনের পৃথক দুই সময়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পলেন চাকমা (৩০)।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক-মাচালং সড়কের ১৪ কিলোমিটার এলাকায় গতকাল সোমবার বিকালের দিকে মাটি বহনকারী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী পলেন চাকমা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। তবে ঘটনার পর পর ট্রাকটি স্থানীয় জনতা আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। স্থানীয় জনতা ওই সড়কে লাশ রেখে ক্ষতিপূরণের জন্য দাবিতে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের রুইলুই পাড়া পর্যটন এলাকায় যাওয়ার পথে বাঘাইহাট-সাজেক সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় পর্যটকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১২ পর্যটক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, মাটি বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহীর লাশ সড়কে রেখে ক্ষতিপূরণের জন্য লোকজন বিক্ষোভ করেছে। এর আগেও উক্ত এখানে একই ধরনের দুর্ঘটনায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। সে জন্য স্থানীয়রা বিক্ষোভ করে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, সাজেক সড়কে দুর্ঘটনায় মাটি বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমরা লাশটি উদ্ধার করেছি। এছাড়া একই সড়কে সাজেক পর্যটন এলাকায় যাওয়ার পথে একটি পর্যটকবাহী পিকআপ উল্টে ১২ পর্যটক আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর আহত হয়নি। যারা ওখানে বিক্ষোভ করেছেন, আমরা তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।