গত ১৭ নভেম্বর চট্টগ্রাম সরকারি মুসলিম স্কুল প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক জামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মমতাজ বেগম, যুগ্ম-জেলা জজ মাহবুবুর রহমান, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সংবর্ধিত শিক্ষার্থী মাঝে আবদুল্লাহ আল দাউদ ও মেরাজুল ইসলাম। গুণীজন সংবর্ধনায় স্কুলের প্রাক্তন সতীর্থ ড. মইনুল ইসলাম মাহমুদ, ডা. প্রফেসর গোফরানুল হক, ডা. প্রফেসর ইমরান বিন ইউনুস, ওস্তাদ আজিজুল ইসলাম, শব্দ সৈনিক ফজল হোসেন, সফল শিল্প উদ্যোক্তা নাদের খান ও আমজাদুল ফেরদৌস চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং প্রাক্তন মেয়র আ জ ম নাছির উদ্দিন, ওয়াহিদুল আলম চৌধুরী, আব্দুর রউফ খালেদ, প্রফেসর সিকান্দর খান, প্রফেসর সালেহ জহুর, ড. আবুল বাশার মো. ফখরুজ্জামান (জেলা প্রশাসক) ও ইশতিয়াক হোসেন তসলিমকে গুণীজন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সমিতির প্রাক্তন সভাপতি লায়ন এম শামসুল হককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং প্রধান শিক্ষক মমতাজ বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে প্রকৌশলী মনিরুল ইসলাম (৯৩ ব্যাচ)-কে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। বর্ণাঢ্য এবং বহুমাত্রিকভাবে সফল গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে শেষ প্রান্তে ঐতিহ্যবাহী মেজবানে সবাই রসনার তৃপ্তিতে মনমুগ্ধকর স্মৃতিতে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করেন। বিজ্ঞপ্তি