চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে খেলবেন আলোচিত ফুটবল খেলোয়াড় এলিটা কিংসলে ওশিওখা। গতকাল ১৪ সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রাম দলে খেলার জন্যে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী কোচ মোহাম্মদ শাহাজান সামি। উল্লেখ্য, ২০০৯–১০ মৌসুমে, নাইজেরীয় ক্লাব আকওয়া ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে এলিটা কিংসলে তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। ২০১১–১২ মৌসুমে তিনি বাংলাদেশী ক্লাব আরামবাগে যোগদান করেন। পরে বিজেএমসি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র -ঢাকা, বসুন্ধরা কিংস,ঢাকা আবাহনীতে খেলেছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে নাগরিকত্ব দিয়েছে।