মিয়াপ্পনের হ্যাটট্রিক ব্যর্থ করে স্বস্তির জয় শ্রীলংকার

15

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। তবে নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পায়নি আফ্রিকার এ দলটি। গতকাল ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা। টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভের পথ মসৃণ করলো নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছিল তারা। দিনের আরেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাচিয়ে রেখেছে শ্রীলংকা। এ ম্যাচে কার্তিক মিয়াপ্পন হ্যাটট্রিক করে। এটি চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
এ জয়ে ২ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। ২ খেলায় ১টি করে জয়-হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নামিবিয়া ও শ্রীলঙ্কার। দুই ম্যাচের দুটিতে হেরেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা নামিবিয়া দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায়। এর পর ৩২ রানে ২ উইকেট পতন হয় তাদের। চতুর্থ উইকেটে স্টিভেন বার্ডের সাথে ৩৬ বলে ৩১ ও পঞ্চম উইকেটে অধিনায়ক জেরার্ড এরাসমাসের সাথে ৪২ বলে ৪১ রান তুলেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক ইয়ান ফ্রাইলিঙ্ক। বার্ড ১৯ ও এরাসমাস ১৬ রানে আউট হওয়ার পর গতকাল দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ফ্রাইলিঙ্ক। ফ্রাইলিঙ্কের এমন ইনিংসের পরও ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ পায় নামিবিয়া। বল হাতে নেদারল্যান্ডসের বাস ডি লিডে ১৮ রানে ২ উইকেট নেন।
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও’দাউদ ও বিক্রম সিং ৫০ বল খেলে ৫৯ রান তোলেন। তবে জুটিতে ৩১ বলে ৩৯ রান তুলে থামেন বিক্রম। দ্বিতীয় উইকেটে লিডেকে নিয়ে ৩৩ বলে ৩৩ রান তুলে নেদারল্যান্ডসের জয়ের পথ সহজ করেন ম্যাক্স ও’দাউদ। দলীয় ৯২ রানে আউট হওয়া ও’দাউদ ১টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৩৫ রান করেন।
১৬তম ওভারে ৬ রানে ২ ও ১৭তম ওভারে উইকেট মেডেন হলে চাপে পড়ে নেদারল্যান্ডস। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ২০ রান দরকার পরে ডাচদের। ১৮তম ওভারে ৬ ও ১৯তম ওভারে ৮ রানে ওঠে। শেষ ওভারে ৬ রানের দরকারে প্রথম বলেই চার মারেন লিডে। আর তৃতীয় বলে ২ রান নিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন লিডে।
৩০ বলে ৩০ রানে অপরাজিত থাকেন লিডে। তার সাথে ৯ বলে ৮ রান তুলে অপরাজিত থাকেন টিম প্রিংলে। নামিবিয়ার জেজে স্মিথ ২৪ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন লিডে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মিয়াপ্পনের হ্যাটট্টিকের আনন্দকে বৃথা করে ৭৯ রানের বড় জয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলংকা। আগে ব্যাট করে লঙ্কানদের দেয়া ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ৭৩ রানে গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।
জিলংয়ে ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানে ৪ উইকেট হারায় আরব আমিরাত। এর পরও উইকেট পতনের মিছিল থামেনি। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ১৯ রান করেন আয়ান আফজাল খান। ১৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন জুনায়েদ সিদ্দিক।
বল হাতে লঙ্কানদের হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া পেসার দুশমন্ত চামিরা ৩টি ও মাহিশ থিকশানার ২টি উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে কার্তিক মিয়াপ্পন হ্যাটট্রিক সত্তে¡ও ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ওপেনার পাথুম নিশাঙ্কার। ছয় চার এবং দুই ছক্কায় ৬০ বলে ৭৪ রান করেন লঙ্কান এ ব্যাটার। এছাড়া কুশল মেন্ডিসের ১৮ এবং ধনঞ্জয়া ডি সিলভার ৩৩ ছাড়া কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।
সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে কার্তিক মিয়াপ্পন হ্যাটট্রিক ছাড়াও জহুর খান নিয়েছেন দুটি উইকেট।
আজকের খেলা- স্কটল্যান্ড-আয়ারল্যান্ড (১০টা), উইন্ডিজ-জিম্বাবুয়ে (২টা)