মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

2

মিরসরাই প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া-করেরহাট সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১ জন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া হিন্দু বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন সায়মন (১৫) মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শফি উল্লাহ মিস্ত্রি বাড়ির শাহাদাত হোসেন শাহিনের একমাত্র পুত্র। সে করেরহাট আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এসময় আহন হয় করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শুকলাল দের পুত্র রণি দে (২৮)। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, সায়মন ও রনি দে অটোরিকশাযোগে ছাগলনাইয়া পৌরবাজারে যাচ্ছিল। এসময় পশ্চিম ছাগলনাইয়া হিন্দু বাড়ির সামনে তাদের বহনকারী অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। সায়মনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরজন রণি দে কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
করেরহাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাঈন উদ্দিন সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।