মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ নেয়ামত উল্ল্যাহ (৩৮) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত শনিবার রাত ১০ টায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করতে গিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাদককারবারী নেয়ামত কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের শিকদার পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালানো হয়। এসময় নিয়ামত নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি প্রায় সময় ইয়াবা পাচার করে থাকেন। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।