মাহবুবুল আলমের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সভা

6

এফবিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সভা করেছেন বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বলারস্ এন্ড ম্যানুফ্যাকচারাস্ এসোসিয়েশনের (বিমামা) সভাপতি এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে এসোসিয়েশনের সদস্যবৃন্দ। এ সময় এসোসিয়েশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়, রুপসা ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ, রুপসা ট্রেডিং কর্পোরেশনের পরিচালক কাওসার আহমেদ, রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার এবং এসিআই মোটর্স লিমিটেডের মহাব্যাবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বিমামা সদস্যরা ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসোসিয়েশনের পক্ষ থেকে বিমামা’র সভাপতি এফবিসিসিআইয়ের নব নিযুক্ত সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠনটি আরও বেগবান এবং ব্যাবসায়ীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি হবে এই আশা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি