পূর্বদেশ ডেস্ক
বাঁশখালীর বৈলছড়ি চেচুরিয়া সর্বজনীন রক্ষাকালী মন্দিরে উত্তরায়ন সংক্রান্তি মহোৎসবে আর্থিক সহায়তা করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। গতকাল বিকালে ট্রাস্টের সদস্য সচিব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পক্ষে উৎসব পরিচালনা কমিটির হাতে এ সহায়তা প্রদান করেন সাংবাদিক রাহুল দাশ নয়ন। এসময় মুক্তিযোদ্ধা জয়হরি সিকদার, মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ কুমার ধর, সাবেক ইউপি সদস্য অজিত দে, চিত্তরঞ্জন চৌধুরী, অজিত দে প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাস্টার নজির আহমদ ট্রাস্ট এলাকায় দীর্ঘদিন ধরে দুস্থদের সহায়তা, চিকিৎসা সেবা, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, গৃহহীনদের ঘর প্রদান ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করে আসছে।