পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সার্বিক ব্যবস্থাপনায় তার প্রতিষ্ঠিত আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রবিউল আউয়াল পুরো মাসব্যাপী বেলাদত এ রাছুল (সা.) বিষয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গত রবিবার সকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিবসে মোস্তফা হাকিম শিল্প গ্রুপের কর্পোরেট অফিস দেওয়ানহাটে এবং শীতলপুর এইচএম শিপিং লাইনসে খতমে কুরআনে পাক, মাজমুয়ায়ে সালাতে রসূল, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলামের দাওয়াত দুনিয়ায় পৌঁছে দিতে আল্লাহ পাক তাঁর প্রিয় রছুল হযরত মুহাম্মদ (সা.)-কে ১২ রবিউল আউয়াল দুনিয়ায় প্রেরণ করেন। আল্লাহর রাসুলের শানে রবিউল আউয়ালের পুরা মাসব্যাপী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর এলাকার ২৫ খানা মাজার শরীফ, ২৫ খানা জুম্মা মসজিদ, ১২ এবাদত খানা, ২৫টি মাদ্রাসা ও ১০টি এতিমখানায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেলাদত এ রাছুল (সা.) বিষয়ে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ কর্মসূচি পালিত হবে। আয়োজনে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান। মিলাদ কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা হযরত সৈয়দ ইউনুস রজভী। পরে তবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি