নিজস্ব প্রতিবেদক
ওয়ার্ড বিএনপির প্রার্থী নির্বাচনে ভোট দিতে এসে মারামারিতে জড়িয়েছে মিরসরাই বিএনপির দুই গ্রুপ। গতকাল রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এ মারামারির ঘটনা ঘটে। কয়েক মিনিটের মারামারির পর সবাই ফিরে যায়।
উত্তর জেলা বিএনপির দুই যুগ্ম আহব্বায়কের সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটেছে। এই দুই যুগ্ম আহব্বায়ক মিরসরাইয়ের। এদের একজন নুরুল আমিন চেয়ারম্যান এবং অন্যজন নুরুল আমিন। যদিও তারা এ ঘটনার বিষয় অস্বীকার করেছেন।
জানা যায়, মিরসরাই পৌরসভা বিএনপির চারটি ওয়ার্ডের কমিটি গঠনে ভোট গ্রহণের স্থান নির্ধারণ করা হয় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়। নির্ধারিত সময়ে ভোট সম্পন্ন হয়। ভোট শেষে নাসিমন ভবনের মাঠে আমিন চেয়ারম্যানের গ্রুপের উপর চড়াও হয় ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী। মুহুর্তের মধ্যেই সেটা মারামারিতে রূপ নেয়।
মারামারি বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, এ রকম কিছু আমার জানা নেই। আজকে (রবিবার) ভোট ছিল, পৌরসভার ওয়ার্ড কমিটির নির্বাচন। নির্বাচন সুন্দরভাবে শেষ করেছি। এরপর কি হয়েছে আমি জানি না।
একই বিষয়ে কথা বলতে অপর যুগ্ম আহব্বায়ক নুরুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করার পরও ফোন বন্ধ পাওয়া যায়।