মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না : ডা. শাহাদাত

17

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মামলা-হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। অবৈধ দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। দীর্ঘ ১৪ বছর ধরে জনগণের সম্পদ লুটেপুটে খেয়েছে। সরকারের দুর্নীতি দুঃশাসনে আজ সারা দেশের মানুষ অতিষ্ঠিত। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই সরকার। দুর্নীতি ও লুটপাটের কারণে আজ ব্যাংক খালি হয়ে গেছে। দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের কাছে টাকা নেই। যার প্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে চরম উর্ধ্ব হলে হলেও সরকারের কোন মাথা নেই। তিনি গত ২৯ জানুয়ারি বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব কারাবন্দি মো. মুছাসহ নেতৃবৃন্দদের পরিবারের খোঁজ নিতে নেতা-কর্মীদের বাসায় গেলে সাংবাদিকদের একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম,বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আব্দুল্লাহ আল ছগির, সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন,বিএনপি নেতা আব্দুস সবুর, সোলেমান সর্দার, হাজী ইউসুফ, রৌসঙ্গীর আমিন, কামরুল ইসলাম, মুজিবুর রহমান, আলী আজগর,সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সম্পাদক আসাদুর রহমান টিপু, থানা যুবদলের আহব্বায়ক মো. ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ নুরুদ্দিন ,বিএনপি নেতা ইয়াকুব, জাহাঙ্গীর, মোহাম্মদ সেলিম, আব্দুল গফুর, আব্দুর রহিম, টিপু, ফরিদ, শাহীন, ফারুক, সানাউল্লাহ, ওসমান গনি, আনোয়ার, ফারুক, পারভেজ, রুবেল, শামীম, রনি, ইউসুফ, ইউনুস, সুমন, মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রেজিয়া বেগম মুন্নি, কামরুন্নেসা, কহিনুর, মনোয়ারা মনু প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও ডা. শাহাদাত হোসেন ১৯ দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিএনপি নেতা কারাবন্দি তাহের জামাল ও নুরুল আলম কালু এর পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।