নিজস্ব প্রতিবেদক
নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় ২ আসামিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কচুবুনিয়া দক্ষিণ পাড়ার মো. নুরুল আলমের ছেলে আব্দুর রহিম (১৮) ও একই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (২২)।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার দুই আসামিকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ আগস্ট নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে আব্দুর রহিম ও মো. এনামুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহিমের দেহ তল্লাশি করে ১৪০ পিস ও এনামুল হকের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে আদালতে পুলিশ অভিযোগপত্র দিলে ২০১৫ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।