মাদকবিরোধী সচেতনতামূলক সভা

4

বিশ্ববিদ্যালয় পর্যায়েমাদকের বিরুদ্ধে করণীয়ও সচেতনতার উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্ট্রো উত্তর কার্যালয় এর উদ্যোগে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর সহযোগিতায় ইউএসটিসি ক্যাম্পাসে গত ১৯ সেপ্টেম্বর মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র উপ-উপাচার্য রনজিত কুমার সাহা, প্রক্টর আবদুল মোতালিব ভ‚ইয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন, ড. মো. শাহাবুদ্দিন, মূখ্য আলোচক ছিলেন হুমায়ুন কবির খন্দকার, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় সভাপতিত্ব করেন জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদর্প্তর সভাটি সঞ্চালনা করেন রামেশ্বর দাস, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউএসটিসি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি-রমানদন্ডে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ^বিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিতে ভ‚মিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদকের করালগ্রাস থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুরক্ষা করতে মাদক প্রতিরোধে তিনি সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি