মাগো

18

 

মাগো তুমি অতি আপন এই দুনিয়ার মাঝে
তোমায় ভেবে শক্তি আসে সকল প্রকার কাজে।
মাগো তুমি জীবন পথে অনন্য এক আলো
প্রভুর পরে তাই তোমাকে বাসি অনেক ভালো।

মাগো আমি অনেক দূরে আছি তোমায় ফেলে
শতো কষ্ট আমার বুকে কেবল পাখা মেলে।
শান্তি না পাই মাগো তোমায় চোখের আড়াল রেখে
হৃদয় মাঝে ব্যথার তুফান কে আছে তা দেখে?