মহিউদ্দিন চৌধুরীর নামে আগ্রাবাদ এক্সেস রোডের নামকরণ দাবি মনজুর আলমের

37

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম আগ্রাবাদ এক্সেস রোড ও দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের নাম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে করার জন্য সিটি মেয়রের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ গঠন করে তাঁর স্মরণে আয়োজিত সমাবেশ থেকে ৫টি দাবি উত্থাপন করেছিলাম। তার ১টিও বাস্তবায়ন হয় নাই। এবিএম মহিউদ্দিন চৌধুরীর অবদান উল্লেখ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আবদুল হাকিম মাইজভান্ডারী মাজার প্রাঙ্গণে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় মনজুর আলম এ কামনা করেন। উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলে জাকের হোসেন, নুরুন্নবী, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। খবর বিজ্ঞপ্তির