চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যে কোন রাজনৈতিক নেতা জনগণের চাহিদা কি তা বুঝতে পারলে তিনিই হয়ে উঠেন প্রকৃত জননেতা। এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগণের আস্থা পূরণে সফলতা দেখিয়েছিলেন বলে তাঁর মৃত্যুর পরও চট্টগ্রামের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চট্টগ্রামে তিন তিন বার চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচিত হয়ে চসিকের এক অনন্য আসনে সমাদৃত করেছেন। তিনি যে কাজ করে গেছেন সেগুলোকে অনুসরণ করতে পারলে চসিকের ভাবমুর্তি সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার সকালে চশমা হিলস্থ মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মেয়র একথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, মো. শফিউল আজিম, আবদুল মান্নান, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, মো. নুরুল আলম, মো. কাজী নূরুল আমিন, চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।
মেয়র আরো বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীকে তাঁর কাজের জন্য চট্টলবাসী আজীবন স্মরণ রাখবে। খবর বিজ্ঞপ্তির