মশক নিধন অভিযান জোরদার করতে হবে

4

অতীতে দেখা গেছে অক্টোবরের পর থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব তেমন একটু দেখা যেত না, এসময় কোথাও পানি জমে থাকার সুযোগ নেই বিধায় এডিশ মশার প্রজনন হতো না। কিন্তু এবার নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে না। নভেম্বরের প্রথম ১০ দিনেই দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৫৭ জন। চলতি বছর ইতোমধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৪৩৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ৬৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অগ্রহায়ণ মাস এসে যাওয়া মানেই প্রকৃতিতে শীত এসে গেছে। এরপরও প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এডিশ মশার আক্রমণের শিকার হয়ে ডেঙ্গুতে হচ্ছে। হাসপতালে ভর্তি হচ্ছে প্রতিদিন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ। ডেঙ্গুতে নিয়মিত মৃত্যুর ঘটনাও ঘটছে। গত কয়েকদিনে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও গত বছরের তুলনায় তা বেশি। এ পরিস্থিতি মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বস্তুত একটি দেশে বা অঞ্চলে একবার ডেঙ্গু দেখা দিলে তা নির্মূল করা যায় না, বারবার ফিরে আসে। তবে মশক নিধনে যথাযথ ব্যবস্থা নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়-এমন বহু নজির রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এ বছর ডেঙ্গু এতটা ভয়াবহ আকার ধারণ করত না।
দেশে ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও তা ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়। বিশেষজ্ঞদের মতে, যখন রাজধানীর বাইরে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তখনই যথাযথ পদক্ষেপ নিলে ডেঙ্গু পরিস্থিতির এতটা অবনতি হতো না। দেশের ৬৪ জেলায়ই ডেঙ্গু শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে মশক নিধনে সারা দেশে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। দুঃখজনক হলো, মশা নিয়ন্ত্রণে বড় বড় শহরে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, গ্রামীণ জনপদে তেমন পদক্ষেপ নেওয়া হয় না।
বিশেষজ্ঞরা বলেছেন, একদিনে বা এক বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যায় না। অব্যাহত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সুফল মেলে। শুধু রাসায়নিক কীটনাশক দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে কিনা, তা বলা মুশকিল। জলবায়ু পরিবর্তনের কারণেও এডিসের উৎপাত বেড়েছে। এ প্রজাতির মশা প্রতিক‚ল জলবায়ুর সঙ্গে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে শুরু করছে। জানা গেছে, এডিসের উৎপাত বছরজুড়েই থাকবে। কাজেই ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে বছরব্যাপী মশক নিধন ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিশেষ করে এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনজে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া নাগরিক সচেতনতা বাড়াতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে নজরদারী বাড়াতে হবে। আমরা মনে করি, যেভাবেই হোক, ডেঙ্গুর উৎস পুরোপুরি নির্মূল করার বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।