গতকাল বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাট মোড়ে মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেলের উদ্যোগে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে খাবার বিতরণ করেন গাউছিয়া কমিটির চট্টগ্রাম মহানগরের সভাপতি তছকির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুনাজাত পরিচালনা করেন আর বি কনভেনশন হলের চেয়ারম্যান মওলানা আব্দুল্লাহ।
গত ১ ডিসেম্বর হতে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমেল।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সুলতান উদ্দিন বেলাল, শাহ আলম, সিরাজুল ইসলাম, মওলানা রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি