রাঙ্গুনিয়া প্রতিনিধি
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার মং স্টিফেন চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে সমাধিতে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ পুষ্প মাল্য অর্পণ, প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতালের সিনিয়র ডাক্তার শেওয়ানগি প্রোগ্রাম ম্যানাজার বিজয় মার্মা। এছাড়াও তার সমাধিতে রাঙ্গুনিয়া কাপ্তাইয়ের বিভিন্ন সংগঠন পুষ্প মাল্য অর্পণ করেন। পারিবারিক ভাবে প্রার্থনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়। এছাড়াও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রধান পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।