ভিপি নাজিমসহ মনোনয়ন ফরম নিলেন ৩ জন

5

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক নেতা ও চাকসুর ভিপি নাজিম উদ্দিন নির্বাচন করতে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-চসিক আংশিক) আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ১৫ অক্টোবর নাজিম উদ্দিন ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি রাজনৈতিক দল গঠন করলেও সেটি নির্বাচন কমিশনের অনিবন্ধিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন।
ভিপি নাজিম উদ্দিন ছাড়াও সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ওসমান গনি নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শেষ হওয়ার পর ইসির মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে ধারণা করা হচ্ছে।