শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রামের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ গত ১৩ সেপ্টেম্বর বিকালে নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কে-বøকস্থ কার্যালয়ে সম্পন্ন হয়। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম এর উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি স্বীকৃত কোন পেশা নয়। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। কিছু মানুষের কর্ম বিমুখতার কারণেই ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। দেশে দারিদ্র্য নিরসনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার শর্তে ৩ জন ভিক্ষুকের প্রত্যেককে কর্মসংস্থান সহায়ক/আয়বর্ধক উপকরণ হিসেবে ১টি রিক্সা, ১টি ভ্যানগাড়ি ও ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।
এ সময় সমন্বয় পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোরশেদ আলম, শাহীন চৌধুরী, মোছা. ফাহমিদা আক্তার চৌধুরী, সুজিত কুমার নাথ, রুবি আকতার, নিজ্জ্বল দে ও রুপনা মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি