কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আলো ঝলমলে মঞ্চে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে দাঁড়িয়ে আছেন চঞ্চল চৌধুরী। আরেক ছবিতে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে তাকে। বলিউড দুই কিংবদন্তির সঙ্গে চঞ্চলের ফ্রেমবন্দী হওয়া ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। শুধু চঞ্চলভক্তই নন, দেশের তারকারাও ছবিটি পোস্ট করে মনপুরা, দেবী, আয়নাবাজি, হাওয়াখ্যাত অভিনেতার এই অংশগ্রহণকে দেশের গর্ব বলে প্রশংসা করতে কার্পণ্য করেননি। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে বলিউড, টালিউডের তারকাদের সঙ্গে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকসারিতে বসা শত শত ভারতীয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলী তুমুল করতালিতে অভিবাদন জানালেন মঞ্চের অতিথিদের। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন চঞ্চল, তাকে উত্তরীয় পরিয়ে মঞ্চে বরণ করে নেন আয়োজকেরা।
কলকাতা থেকে চঞ্চল চৌধুরী বলেন, ‘এভাবে আমাকে সম্মান জানাবে, সেটা ভাবিনি। আয়োজকেরা আমাকে বলেছিল, অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের সঙ্গে আপনাকেও মঞ্চে রাখব। বাবা অসুস্থ হওয়া সত্তে¡ও এসেছি। ভালোবেসে ডাকলে ফেরানো যায় না।’ আয়োজনে অংশ নিতে নির্ধারিত সময়ের কিছু আগেই চলে এসেছিলেন অমিতাভ বচ্চন, খানিকটা আগে এসেছিলেন চঞ্চলও। কিংবদন্তি অভিনেতা অভিতাভ বচ্চনকে পেয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন চঞ্চল। সে সময় কী কথা হয়েছে জানতে চাইলে চঞ্চল বলেন, ‘তাকে বললাম, আমি আপনার একজন অনুরাগী। বাংলাদেশের হাওয়া সিনেমার অভিনয়শিল্পী, এই উৎসবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলছে। তিনি আমার সঙ্গে বাংলায় কথা বললেন।’ অনুষ্ঠানের ফাঁকে শাহরুখের সঙ্গেও কুশল বিনিময় করেছেন চঞ্চল। তার সঙ্গে একটি সেলফি তুলেছেন তিনি। চঞ্চলের ভাষ্যে, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান জানেন, বাংলাদেশে তাদের প্রচুর অনুরাগী রয়েছে।